শিক্ষা প্রতিষ্ঠানটি ২নং চারখাই ইউনিয়নের গদার বাজারে অবস্থিত। প্রতিষ্ঠানটি টিনশেড দ্বারা নির্মিত। |
প্রতিষ্ঠানটি ২০০১ সালে চারখাই ইউনিয়নে প্রথম কিন্ডার গার্টেন স্কুল হিসেবে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকে মানসম্মত পড়ালেখার মাধ্যমে ভাল ফলাফল করে যাচ্ছে। |
প্লে-১৬, নার্সারী- ১৩, ১ম শ্রেণী- ০৯, ২য় শ্রেণী- ১৩,
৩য় শ্রেণী- ১৭, ৪র্থ শ্রেণী- ১০, ৫ম শ্রেণী- ১৫।
২০১১ সালে- ৯৮% |
প্রফেসার মোঃ ফরিদুল হক ভূইয়া
চেয়ারম্যান, বাংলা বিভাগ, কানাইঘাট ডিগ্রি কলেজ।
প্রতিষ্ঠাতাঃ জননী F.H.B. শিক্ষা একাডেমী
সহ-সভাপতি : আব্দুল আহাদ চৌধুরী, সাধারণ সম্পাদক : আনহার আহমদ চৌধুরী, শিক্ষানুরাগী: ফয়সল আহমদ চৌধুরী, সদস্য: তবারক আলী, কবির হোসেন খান, আবুল লেইছ, মিলাদুর রহমান চৌধূরী। |
সাল | অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীর সংখ্যা | উর্ত্তীণ ছাত্র-ছাত্রীর সংখ্যা | অকৃকার্য ছাত্র-ছাত্রীর সংখ্যা | পাশের হার |
২০০৯ | ০৬ | ০৪ | ০২ | ৬৬% |
২০১০ | ১১ | ১১ | ০০ | ১০০% |
২০১১ | ১১ | ১১ | ০০ | ১০০% |
২০১০ সালে ট্যাল্টেপুলে ১টি ও সাধারন কোটায় ২টি বৃত্তি লাভ। |
২০১০ সালের সমাপনী পরীক্ষায় অংশগ্রহনকারী ১১জন ছাত্র-ছাত্রী ১ম বিভাগে উত্তীর্ণ। থানা পর্যায়ে মেধা তালিকায় ১১ তম স্থান অর্জন। ট্যাল্টেপুলে ১টি ও সাধারণ ২টি বৃত্তি লাভ। ২০১১ সালের সমাপনী পরিক্ষায় অংশগ্রহনকারী ১১ জন ছাত্র-ছাত্রী এ গ্রেডে উত্তীর্ণ। |
ভাল পড়া-লেখার মাধ্যমে ভাল ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখা এবং আরো ভাল ফলাফল করার চেষ্টা করা। |
চারখাই বাজার হতে ০.৫ কিলোমিটার পাকা রাস্তা। যোগাযোগ ব্যবস্থা ভাল। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস