ইহা একটি দাখিল মাদরাসা অর্থাৎ শিশু শ্রেণী হতে দশম শ্রেণী পর্যন্ত বাংলাদেশ মাদরাস বোর্ড কর্তৃক অনুমোদন প্রাপ্ত একটি দাখিল মাদরাসা প্রতিষ্টান। |
সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার অন্তগর্ত ২নং চারখাই ইউনিয়নভূক্ত চারখাই এলাকাটি একটি পসিদ্ধ ঐতিহাসিক ঐতিহ্যবাহী স্থান এবং এর ভৌগলিক অবস্থান অতীর গুরুত্বপূর্ণ। কেননা এই স্থানটি তিনটি উপজেলার কেন্দ্রস্থল। বিয়ানীবাজার, জকিগঞ্জ, ও কানাই ঘাট উপজেলার সদর হতে সিলেটগামী রাস্তার সংযোগস্থল চারখাই স্থানটি একটি জনবহুল এলাকাও বটে। কিন্তু পরিতাপের বিষয় এই যে, এখানে অতীতে কোন মাদরাসা প্রতিষ্টান ছিল না। এখানকার কিছু সংখ্যক ইসলামী শিক্ষিত ও ইসলাম প্রিয় ব্যক্তিত্ব বহুদিন থেকে এই স্থানটি একটি দ্বিনী শিক্ষা প্রতিষ্টান প্রতিষ্টার চাহিদা অনুভব করে আসছেন। কিন্তু নানা প্রতিকূলতায় ও আর্থিক সক্ষমতার অভাবে এই মহান উদ্যেগে নিতে পারেন নাই। পরবর্তীতে প্রতিষ্টাতা সুপারিনটেনডেন্ট মোঃ রুহুল আমীন চৌধুরী একটি ইসলামী প্রতিষ্টান তথা মাদ্রাসা প্রতিষ্টান প্রতিষ্টার মহান লক্ষে ০২/০৩/২০০২ইং তারিখে চারখাই এলাকার সর্বস্তরের জনসাধারণকে নিয়ে একটি সাধারণ সভার আয়োজন করেন। উক্ত সভায় একটি মাদরাসা প্রতিষ্টার প্রয়োজনীতার কথা সর্বসাধারণের সম্মুখে উপস্থাপন করেন। এরই পরিপেক্ষিতে এলাকার একজন বিশিষ্ট ইসলামী শিক্ষানুরাগী মনজুর আহমদ চৌধুরী একটি মাদরাসা প্রতিষ্টার লক্ষে এক একর জায়গা দান করার আগ্রহ ব্যক্ত করেন। উপস্থিত জনতা সতঃস্ফুর্ত ভাবে তিনি এই প্রস্তাব কে সাদরে গ্রহন করেন। এবং উক্ত সভায় দানকৃত জায়গায় পর্যয়ক্রমে কামিল মাদরাসা প্রতিষ্টার সিন্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। বিগত ০১/০১/২০০৩ইং তারিখে তিনটি শ্রেণীর ক্লাস শুরু হয়ে বর্তমানে পূর্ণাঙ্গ দাখিল মাদরাসায় পরিণিত হয়েছে এবং ০১/০২/০৯ইং তারিখে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোডে র্র অনুমোদন লাভ করেছে। মাদরাসা কোড ২০৬৮৮ ইআইআইএন ১৩৩৮০ |
|
জনাব আবুল বরকত চৌধুরী গ্রাম: মধুরচক, ডাক: চারখাই, বিয়ানীবাজার, সিলেট। ০১/০১/২০১২ইংরেজী হতে অদ্যাবধি সভাপতির দায়িত্বে আছেন। |
১। জনাব রুহল আমীন চৌধুরী - সেক্রেটারী। গ্রাম: মধুরচক, ডাক: চারখাই, বিয়ানীবাজার, সিলেট। ২। জনাব মোঃ ফখরুল ইসলাম চৌধুরী- অভিভাবক সদস্য গ্রাম: আদিনাবাদ, ডাক: চারখাই, বিয়ানীবাজার, সিলেট। ৩। জনাব মুস্তাক আহমদ- শিক্ষক প্রতিনিধি গ্রাম- রাউতকান্দি, ডাক- রেঙ্গা আশুগঞ্জ বাজার, উপজেলা- দক্ষিণ সুরমা, সিলেট। |
২০১১ সালের জেডিসি পরীক্ষা
|
পর্যায়ক্রমে কামিল মাদ্রাসায় রূপান্তর। |
সিলেট জকিগঞ্জ মহাসড়কের চারখাই বাজারের দক্ষিণ পশ্চিমে অবস্থিত। মোবাইল: ০১৮১৯ ৫৯৮০৪৩। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস